অমিত শাহর দালাল রাজ্যপাল! বললেন কল্যাণ

0
1

এবার রাজ্যপালকে বিলো দ্য বেল্ট হিট করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গড়িয়া শ্মশানের মৃতদেহ কাণ্ড রাজ্যপালের মন্তব্যকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, রাজ্যপাল বিজেপির দালাল, অমিত শাহর দালাল। জগদীপ ধনকড়ের উচিত, বিজেপির পার্টি অফিসে গিয়ে চা বিলির দায়িত্ব নেওয়া। আরও এককদম এগিয়ে তিনি বলেন, ওনার রাজনীতি করতে হলে নামুন না রাজনীতির ময়দানে। রাজভবনের মর্যাদা উনি ধুলোয় লুটিয়ে ছেড়েছেন। প্রত্যুত্তরে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, রাজ্যপালের কী করা উচিত তা তিনি জানেন। তৃণমূল সাংসদকে শেখাতে হবে না।