গড়িয়া দেহকাণ্ডে ফিরহাদকে আক্রমণ করে টুইট রাজ্যপালের

0
1

গড়িয়া মৃতদেহ সৎকারকাণ্ডে এবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার, এবিষয়ে তিনটি টুইট করেন। সেখানে তিনি জানান, পুর কমিশনার বিনোদ কুমার তাঁর সঙ্গে দেখা করে ১৪টি বেওয়ারিশ দেহ সংস্কারের সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সৎকার পর্যন্ত সম্পূর্ণ তথ্য দিয়েছেন তিনি। রাজ্যপাল টুইটে লিখেছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিনোদ কুমার।

এবিষয়ে দ্বিতীয় ট্যুইটে মুখ্যমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে ধনকড় লেখেন, দেহ সৎকারে এমন নৃশংস এবং অসভ্য আচরণ নিন্দনীয়। সনাতন ঐতিহ্য মেনে এমন নির্দয়ভাবে লোহার শিক দিয়ে দেহ টেনে আনার ঘটনা অসহনীয়। এজন্য সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল।

এই সারির তৃতীয় তথা শেষ টুইটে তিনি লেখেন, কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাঁকে ফোন করতে ভুলেই গেছেন। তিনি দায়িত্ব সম্পর্কেও সচেতন নন বলেও অভিযোগ করেন ধনকড়। পুর কমিশনারের মাধ্যমে তাঁকে অবিলম্বে দেখা করার অনুরোধ জানান তিনি।