ঝড়ের গতিতে রেজিস্ট্রেশন, এগোচ্ছে অভিষেকের ‘বাংলার যুবশক্তি’

0
1

ঝড়ের গতিতে এগোচ্ছে ‘বাংলার যুবশক্তি’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বাংলা জুড়ে তরুণ প্রজন্ম যুবশক্তির সঙ্গে একাত্ম হচ্ছেন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে যুব তৃনমূলের নতুন প্রকল্প ‘বাংলার যুবশক্তি’ ঘোষণা করেছিলেন অভিষেক। মাত্র ২৪ ঘন্টার মধ্যে সেখানে নাম লেখানোর জোয়ার। শনিবার সকাল ১১টা নাগাদ রেজিস্ট্রেশন করেছেন ১৭,২৮৪ জন।

 

বাংলার রাজনীতিতে এটা এক রেকর্ড। রেজিস্ট্রেশন করতে কেন নতুন প্রজন্মের এই ঢল? রাজনৈতিক মহলের বক্তব্য, রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার পাশে দাঁড়ানোর এই যে ডাক, তা তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছে। করোনা এবং আমফান বিধ্বস্ত বাংলার প্রত্যেকটি অঞ্চলের মানুষ রয়েছেন বিপদে। তাদের পাশে দাঁড়াতে চেয়েছে যুবসমাজ। আর বাংলার যুবশক্তি তাদেরকে দিল সেই প্ল্যাটফর্ম।

স্বভাবতই আপ্লুত অভিষেক শুক্রবার ট্যুইট করে জানিয়েছেন, ‘৩৩১টি ব্লক ও ২৩০টি শহর জুড়ে মানুষ রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ২৪ ঘন্টায় যুবশক্তি-তে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমি আপ্লুত। তাদের সকলকে ধন্যবাদ।’

যুবশক্তির লক্ষ্য কী? অভিষেক জানিয়েছেন, আমফান এবং করোনা বিধ্বস্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে এই যুব বাহিনী। নিজের এলাকায়, পাড়ায়, মহল্লায়, অঞ্চলে, শহরে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। বাহিনীর বয়স হবে ১৮-৩৫। নাম নথিভুক্তকরণের জোয়ারেই পরিষ্কার, যুবশক্তি আগামী দিনে বিরাট ছাপ ফেলতে চলেছে রাজ্য রাজনীতিতে।