একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল পাহাড় থেকে সমতল। পাহাড়ে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। ধসে ৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।তবে হতাহতের খবর নেই।শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে।একটানা বৃষ্টিতে সমতলের বিভিন্ন নদীতেও জল বেড়েছে। পাহাড়ে ধসে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবিষয়ে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম বলেন, বৃষ্টির জেরে কয়েক জায়গায় ধস নামলেও হতাহতের খবর নেই। ধস সরানোর কাজ চলছে। তবে ধসের জন্য কোথাও কোনও রাস্তা বন্ধ হয়নি।
পাশাপাশি, শিলিগুড়িতেও বৃষ্টির ফলে বিপাকে পড়েন বাসিন্দারা। একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমে যায়। জল জমে শিলিগুড়ি মহকুমা এলাকাতেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।