রাজ্যপালকে বিঁধে ফিরহাদ জানালেন, গড়িয়ার ঘটনার তদন্ত হচ্ছে

0
1

বিজেপির ভাষায় কথা বলছেন রাজ্যপাল। গড়িয়ার মৃতদেহ সৎকারকাণ্ড নিয়ে জগদীপ ধনকড়ের বিস্ফোরক টুইটের পরিপ্রেক্ষিতে বললেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার বিকেলে তাঁর জবাব টুইটে রাজ্যকে আক্রমণ করতে পারেন না রাজ্যপাল। তিনি জবাব চাইতে পারেন। কেন তিনি মুখ্যমন্ত্রীকে টেনে আনছেন এই ঘটনার সঙ্গে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক নেই এই ঘটনার। এটা পুরসভার বিষয়।

গড়িয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরসভা কোনও ঘটনার ধামাচাপা দিচ্ছে না। এতদিন পুরসভা দাবিহীন দেহ ধাপায় সৎকার করা হতো। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। চুল্লিও বারেবারে খারাপ হয়ে যাচ্ছে। তাই রাজ্যকে দাবিহীন দেহ সৎকারের জন্য বিকল্প জায়গা খুঁজতে হবে। বিরোধীদের পদত্যাগের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, পদত্যাগ করতে বলা সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করা কঠিন। পদত্যাগের প্রশ্ন নেই।