আনলক ওয়ানে নাইট কার্ফু নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রের

0
1

সারাদেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আনলক ওয়ানে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই কার্ফু মানছেন না সাধারণ মানুষ। তাই নয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নয়া গাইডলাইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে-

▪️নাইট কার্ফু চলাকালীন যাত্রীবাহী যান বা চলাচল বা নিজস্ব গাড়ি ব্যবহার করা যাবে না।

▪️ নাইট কার্ফু চলাকালীন কোন ব্যক্তি রাস্তায় বেরোতে পারবে না। এ বিষয়ে নজর রাখতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।

▪️হাইওয়েতে চলা যাত্রীবাহী বাস এবং ট্রাক চলাচল সচল থাকবে।

▪️শহরের ভেতরে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার জন্য যান চলাচল করতে পারবে।