কাজ হারিয়ে খাঁড়িতে কাঁকড়া-মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু

0
1

লকডাউনে কাজ হারিয়ে কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হলো সুন্দরবনের এক যুবকের। ঘটনার পর এলাকায় যান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি কার্যত কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন পরিবারটির পাশে দাঁড়াতে।

গোষ্ঠ নাইয়া নামে ওই যুবক ইটভাটায় কাজ করতেন। লকডাউনে কাজ বন্ধ, উপার্জনও বন্ধ। এই অবস্থার মাঝে তিন সন্তান, স্ত্রী, বাবা-মাকে নিয়ে অথৈ জলে পড়েন তিনি। রোজগারের আশায় অন্য অনেকের মতো তিনি স্থানীয় চিতুরির জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ও মাছ ধরতে যান। সঙ্গে ছিলেন আরও ৩জন। হঠাৎই পিছন থেকে হামলা চালিয়ে বাঘ তুলে নিয়ে যায় গোষ্ঠকে। তাড়া করে সঙ্গীরা। জঙ্গল থেকে তুলে এনে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে মারা যায় গোষ্ঠ। সঙ্গীদের বক্তব্য, খাঁড়িতে মাছ ধরতে গেলে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু এই পেশায় নতুন বলে গোষ্ঠ এসব জানত না। ফলে বাঘের হামলা এড়াতে পারেনি।