ডুমুরজলা কোয়ারান্টাইন সেন্টারে উদ্দামনৃত্যের ভিডিওতে শোরগোল

0
2

একটি ভিডিও ছড়িয়ে পড়ছে।

হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কোয়ান্টাইন সেন্টারে উদ্দামনৃত্য।
সম্ভবত পরিযায়ী শ্রমিকরা।
ভিডিওর সত্যমিথ্যা যাচাই সম্ভব হয়নি।
যদি ঠিক হয়, প্রশাসন দেখুক।
ভুল হলেও উৎস খুঁজে দেখুক।
যদি ঠিক হয়, তাহলে বলতে হবে খাওয়া থাকার ব্যবস্থা ঠিক আছে। কিন্তু এরপর সরকারকে দোষ দিয়ে কী লাভ?
সামাজিক দূরত্ব মানুষ মানছে না।
শুধু প্রশাসনের ভুল ধরলে চলবে?

দেখুন ভিডিও-