সেঞ্চুরি করেই চলে গেলেন ভারতীয় ক্রিকেটের প্রবীণ মানুষটি

0
1

মাঠে সেঞ্চুরি হয়নি, কিন্তু জীবনের সেঞ্চুরি পূর্ণ করে প্রয়াত হলেন দেশের প্রবীণতম ক্রিকেটার বসন্ত সিং রাইজি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই চিরঘুমের দেশে চলে যান প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটার। রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা সহ আত্মীয়-পরিজনদের।

১৯৪১ সালে বিজয় মার্চেন্টের অধিনায়কত্বে মুম্বইয়ের হয়ে খেলা শুরু করেন বাসন্ত রাইজি। সে সময় বোম্বে বরোদা টিমের হয়ে খেলেছিলেন ৯টি প্রথম শ্রেণির ম্যাচ, করেছিলেন ২৭৭ রান। সর্বোচ্চ ৬৮। স্বাধীনতার আগের সেই সময়ে একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন লালা অমরনাথ, বিজয় হাজারে, সি কে নাইডুর মতো ক্রিকেটারের সঙ্গে। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পরে ক্রীড়া পরিসংখ্যানবিদ হিসেবেও যথেষ্ট নাম করেছিলেন। আট দশক ধরে তিনি ৮টি বই লিখেছেন, ভারতীয় ক্রিকেটে যা চলমান দলিল। শচীন তেন্ডুলকর ট্যুইট করে শেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বসন্তজির সঙ্গে সাক্ষাৎ এখনও মনে আছে। ক্রিকেটে কতখানি প্যাশন ছিলো তা তাঁকে দেখে বুঝেছিলাম। তাঁর আত্মার শান্তি কামনা করছি।