দিঘা, মন্দারমণির হোটেল- রিসর্ট খুলতেই যাওয়া শুরু করেছিলেন পর্যটকরা। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পড়তে হল তাঁদের । ফলে ফের ঝাঁপ পড়ল সৈকতের পর্যটনে। স্থানীয়দের ঘোর আপত্তি সামলে হোটেল খোলা সম্ভব নয় বলে শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিলেন দিঘা–শঙ্করপুর এবং মন্দারমণির হোটেল সংগঠকরা। স্থানীয়দের অভিযোগ, এই পরিস্থিতিতে তাঁরা কোনভাবেই বাইরের লোকজন ঢুকতে দেবেন না । এই করণেই পর্যটক আসাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে। তাই এই চরম অস্থিরতার মধ্যে আর কোনওভাবেই হোটেল, লজ খুলে রাখতে নারাজ ব্যবসায়ীরা। স্থানীয় মানুষের বাধায় প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন তাঁরা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুজন দত্ত। তিনি বলেন, “সরকারি নির্দেশে সুরক্ষা বিধি মানার পরও স্থানীয় মানুষ কেন বাধা দিচ্ছেন বুঝতে পারছি না। এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব হোটেল সংগঠক এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.