সাধন- পরেশ, দুজনের সঙ্গেই সুসম্পর্ক ফিরহাদের

0
1

উত্তর কলকাতার কিছু এলাকায় সাধন পান্ডে বনাম পরেশ পাল সংঘাত তুঙ্গে।

কিন্তু এর মধ্যে পড়তে চান না ফিরহাদ হাকিম। তিনি দুজনের সঙ্গেই সুসম্পর্ক রেখে চলছেন। শনিবার পরেশের অনুরোধে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে যান ববি।

আবার এদিনই সাধনবাবুর অনুরোধে তিনি প্রচুর ত্রিপল পাঠিয়েছেন সাধনকে। দুজনের ফোনে কথাও হয়েছে। রবিবার সাধন সেগুলি হিঙ্গলগঞ্জে আমফানকবলিত এলাকায় পাঠাচ্ছেন।

কলকাতা পুরসভার প্রধান প্রশাসক হিসেবে সঠিকভাবেই কোনো গোষ্ঠীতে না জড়িয়ে নিরপেক্ষ থাকছেন ফিরহাদ হাকিম।