শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। করোনকে দূরে রাখতে মেনে চলতে হচ্ছে একাধিক নিয়ম। মানতে হচ্ছে সামাজিক দূরত্ব, ব্যবহার করতে হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। তবে সামাজিক দূরত্ব মেনে চলাটাই করোনার থেকে দূরে থাকার মোক্ষম হাতিয়ার। কিন্তু রাস্তাঘাটে, দোকানের সামনে জনতা মেনে চলছে সামাজিক দূরত্ব তা বোঝা যাবে কীভাবে? এবার এই সমস্যার সমাধানের কথা বললেন আইআইটি খড়্গপুরের গবেষকরা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়েই নজর রাখা যাবে সামাজিক দূরত্বের উপর।
শনিবার আইআইটি খড়্গপুরের গবেষকরা জানান, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে তাঁরা একটি সাইবার-ফিজিক্যাল সিস্টেম তৈরি করেছেন। যা তৈরি করতে খুব স্বল্প পরিমাণ অর্থ। এই ডিভাইসটিই জানিয়ে দেবে প্রত্যেকে সামাজিক দূরত্ব মানছেন কি না।
কীভাবে কাজ করবে এটি?
ওই গবেষক দলের এক সদস্য জানিয়েছেন, “স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনেই ডিভাইসটিকে সামাজিক দূরত্বের পরিমাপ করা রয়েছে। সেই মাপটি কেউ লঙ্ঘন করলেই অডিওর মাধ্যমে পৌঁছবে সতর্কবার্তা। ফলে বোঝা যাবে, পরস্পরের মধ্যে ঠিক কতটা দূরত্ব রাখা জরুরি। বাস স্ট্যান্ড কিংবা বাজারে দূরত্ব বজার রেখে মানুষ দাঁড়াচ্ছেন কি না, তার ছবিও দেখা যাবে এই যন্ত্রে।”
আইআইটি ক্যাম্পাসে এর সফল টেস্টও হয়েছে।