দিল্লির সংক্রমণ নিয়ে বৈঠক করতে রবিবার কেজরি’র কাছে যাচ্ছেন অমিত শাহ

0
1

দিল্লির করোনা সংক্রমণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ সংক্রমণ নিয়ে চিন্তিত দেশের শীর্ষ আদালত, দেশের সরকার৷

এত চেষ্টা চালিয়েও কেন সংক্রমণ বাগে আনা যাচ্ছে না, তা নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷

গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রবিবার সকাল ১১টায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার দুপুরে সরকারি ভাবে এ কথা জানানো হয়েছে৷ রবিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন৷ তাঁদের মধ্যে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লি- AIIMS-এর ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া-কে৷ প্রসঙ্গত, গুজরাতে সংক্রমণ যখন তুঙ্গে, সেই সময় মোদা-শাহ বিশেষ সেনা বিমানে ডা. রণদীপ গুলেরিয়াকে আমেদাবাদ পাঠিয়েছিলেন৷ গুলেরিয়া সেখানে করোনা- চিকিৎসকদের বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন৷ ঘটনাচক্রে তারপরেই গুজরাতে আক্রান্তের সংখ্যা কমতে থাকে৷ এদিকে দেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।