তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি। হঠাৎ করে দেখলে মনে হবে কোনও ফিল্মের দৃশ্য। কিন্তু ঘটনাটা একেবারেই সেরকম নয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে নিমাই সামন্ত নামে স্থানীয় বাসিন্দার একটি চারতলা বাড়ি শনিবার সকালে ভেঙে পড়ে। বাড়িটি গুদাম হিসেবে ভাড়া দিয়েছিলেন তিনি। অভিযোগ, অবৈধভাবে খালের জমি দখল করেই বাড়িটি করেছিলেন নিমাই। বর্ষার সময় খাল সংস্কারের কাজ শুরু হয়। এর জেরে বাড়ির তলার মাটি আলগা হয়ে শনিবার সকালে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। তবে যেহেতু বাড়িতে কেউ বসবাস করতেন না, তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খালের জমি দখল করে বেআইনিভাবে বাড়ি নির্মাণের জন্য বাড়ির মালিক নিমাই সামন্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।