শহরের এক বস্তিতে একইসঙ্গে ৬ জন করোনা আক্রান্ত! এলাকায় চাঞ্চল্য

0
1

কলকাতার এক বস্তিতে একসঙ্গে ৬ জনের দেহে মিলল করোনা ভাইরাস। কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙা স্টেশন লাগোয়া মুচিবাজার জহরলাল দত্ত লেন বস্তিতে ৬ বস্তিবাসী করোনা আক্রান্ত। এর মধ্যে ২ জন মুচিবাজারে ফল ও সব্জি বিক্রেতা।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় গোটা বাজার এলাকায়। বাজার খোলা রয়েছে, তবে ক্রেতা বিক্রেতা সকলের চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট।