কোয়েস ঝুলিয়ে রাখলে কী করবে ইস্টবেঙ্গল?

0
1

কোয়েস এখনও স্পোর্টিং রাইটস ফেরত দেয়নি। ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলারদের যে চুক্তিপত্র দিয়েছে, তা তখনই ফেডারেশনে গন্য হবে , যখন কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের হাতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ তুলে দেবে।।

আজকের দিন পর্যন্ত আপাতত এটুকুই খবর। কাল অন্যরকম হতেই পারে। ফলে প্রশ্ন আসছে কোয়েস ঝুলিয়ে রাখলে কী হবে? এটাও প্রশ্ন জট খুলতে কী করছেন কর্তারা? তথ্যসূত্র: দুলাল দে।