সরকারি কর্মীদের লেট মার্ক নয়, ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

0
1

লকডাউন পরিস্থিতিতে অধিকাংশ সরকারি কর্মী সঠিক সময়ে অফিসে উপস্থিত হতে পারছেন না। ট্রেন চলাচল বন্ধ থাকায় তাদের অধিকাংশকেই বাসের ওপর ভরসা করে যাতায়াত করতে হচ্ছে । ফেরি সার্ভিস চালু হলেও তা দিয়ে কিছু সংখ্যক মানুষ অফিসে আসতে পারছেন। যদিও তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর টুইট, এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের লেট মার্ক নয়, বরং সাবধানতা জরুরি।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সকলের কাছে আবেদন, বাসে ভিড় করবেন না। বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ, যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করুন। অফিসের রিপোর্টিং টাইম শিথিল করা প্রয়োজন। নিশ্চিন্ত থাকতে পারেন , সরকারি কর্মীদের কারোর লেট মার্ক পড়বে না।
তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, জরুরি প্রয়োজনে পাবলিক প্লেসে যেতে হলে, সবসময় মাস্ক পরে থাকুন। নিরাপদে থাকুন। সকলে যাতে সুস্থ থাকেন সেই প্রার্থনাও করেছেন তিনি ।