লকডাউনে যারা মাইনে দিতে পারেনি জুলাই পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বলল সুপ্রিম কোর্ট

0
1

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা লকডাউন চলেছে দেশে। এর ফলে যেসব বেসরকারি সংস্থা বা নিয়োগকর্তা কর্মীদের বেতন দিতে পারেনি, তাদের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই ব্যাপারে একটি মামলার রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে জুলাই মাস পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তবে একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, মজুরি দেওয়ার ব্যাপারে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আলোচনায় সরকার যেন সহায়ক ভূমিকা নেয়।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ কেন্দ্র সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল, লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন দিতে হবে। প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ থাকলেও লকডাউনের জন্য বেতন কমানো যাবে না। ওই নির্দেশ সম্পর্কে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে এই ব্যাপারে আদালতে জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ কল এবং এম আর শাহ-র বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে কোনও দ্বিমত নেই যে শিল্পসংস্থা এবং শ্রমিকরা একে অপরের উপরের নির্ভরশীল। কর্মীদের পঞ্চাশ দিনের বেতন মেটানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে।