রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। মায়ানমার-কেরল-অসমে বর্ষা ঢুকে পড়েছে। পশ্চিমে মুম্বইতেও বর্ষার প্রবেশ। কলকাতার মুখ ভার সকাল থেকে। আজ, শুক্রবার বিকেলের দিকে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হবে। সকাল থেকে উত্তর ২৪ পরগণার বারসত, মধ্যমগ্রামে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগণার কাককদ্বীপ, নামখানা, সুন্দরবন এলাকায় বৃষ্টি নেমেছে। উপকূলে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। বারুইপুর, সোনারপুর এলাকায় হালকা বৃষ্টি সকাল থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার, দিনাজপুর এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়ায় ওড়িশায় ইতিমধ্যে বর্ষা ঢুকে পড়ায় রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।





























































































































