স্কুলের দরজা ভেঙে ঢুকল পুলিশ, উত্তপ্ত দমদম

0
1

ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নিল দমদম সেন্ট মেরি স্কুল। স্কুলের গেট ভেঙে ভেতরে ঢুকলো পুলিশ।

অভিভাবকদের অভিযোগ লকডাউনের মধ্যে বাড়ানো হচ্ছে স্কুলের ফি। এই অবস্থায় অনেকেই কাজ হারিয়েছেন। যার কারণে রোজগারে টান পড়েছে। এই অবস্থায় পড়ুয়াদের ফি ব্যপক হারে বৃদ্ধি করেছে স্কুল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে এত টাকা ফি মেটানো সম্ভব নয়।

অভিভাবকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। অল্প সময় পরেই সেই বিক্ষোভ বড় আকার নেয়। দমদম রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেন্ট মেরি স্কুলের অভিভাবকেরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই স্কুল চত্বর। যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি। যার জেরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভেবাকেরা। বারবার বলা সত্ত্বেও স্কুলের গেট খোলা হয়নি।

এরপরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলের গেট ভেঙে ভিতরে যায় পুলিশ। সেখানেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিন্সিপাল প্রথমে অর্থ দেখিয়ে বলে ফ্রিজ না দিতে পারলে স্কুল ছাড়িয়ে নিন এতে অভিভাবকেরা আরও ক্ষুব্ধ হয়ে যান। প্রন্সিপ্যালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, “লকডাউনের কারণে কেন্দ্র এবং রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বৃদ্ধি থেকে বিরত থাকতে বলেছে। তা সত্ত্বেও ওই স্কুলে পড়ুয়াদের ফি ১০-২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।”

বিক্ষোভরত অভিভাবকদের থেকে কোনক্রমে প্রিন্সিপ্যালকে উদ্ধার করে বাইরে নিয়ে যায় পুলিশ। তবে বর্ধিত ফি প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে চলতি মাসের ২৫ তারিখের পর স্কুলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হবে।