গুণগত মান বিচার করে সারা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং বিচার করা হয় বৃহস্পতিবার। তিনটি পর্যায়ের র্যাঙ্কিং-এ তৃতীয় পর্যায়ে স্থান পেয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।শুক্রবার, এক সাংবাদিক বৈঠকে একথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় মনিটরিং কমিটির অধীনে এনআইআরএফ একটি সমীক্ষা চালায়। তাতে
তৃতীয় পর্যায়ে ১৫১ থেকে ২০০পর্যন্ত একটি র্যাঙ্কিং হয় সেখানে আমরা জায়গা পাই। আসলে গবেষণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এছাড়া অনেক কাগজপত্র না থাকায় আমরা কিছুটা পিছিয়ে পড়েছি”।তবে তাতে তাঁরা আশাহত নন বলে জানান রেজিস্ট্রার। কারণ প্রথমবার তাঁরা এই সমীক্ষায় অংশ নেন। তাই এই ফলাফলেও তাঁরা খুশি।






























































































































