রাজ্যের প্রথম মহিলা জঙ্গি তানিয়া পারভিনকে এনআইএ হেফাজতে নেওয়া হলো। লস্কর-ই-তৈবার এই জঙ্গিকে ২০ মার্চ গ্রেফতার করে পুলিশের এসটিএফ বাহিনী। এবার এনআইএর হেফাজতে নেওয়ার পর তাকে জেরা করে প্রচুর তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরবি ভাষার স্নাতকোত্তর পড়ুয়া তানিয়া পরভিন, হানি ট্র্যাপের মাধ্যমে তথ্য পাচার করত দেশের বাইরে। দু মাস আগে তাকে বাদুড়িয়া থেকে গ্রেফতারের সময় সকলেই অবাক হয়ে যান। মেধাবী ছাত্রীর মা আশা কর্মী। তানিয়া রাজ্যে জঙ্গি রিক্রুটের দায়িত্বে ছিলেন। এনআইএ তাকে হেফাজতে চেয়েছে কারণ, তাদের কাছে খবর এক সেনা অফিসারের সঙ্গে তার যোগাযোগ ছিল, মাঝে মধ্যেই চ্যাট হতো। তার নাগাল পেতে চাইছে তদন্তকারী দল। এছাড়া ভারতীয় সেনার মধ্যে আর কেউ তার হয়ে কাজ করতো কিনা তার অনুসন্ধান চলছে। এনআইএ’র জেরায় সেগুলি উঠে আসবে। সম্প্রতি রাজস্থানে ২জন কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী জালে পড়ার পরই বেশ কিছু রহস্যের মিসিং লিঙ্ক জোড়া লাগতে শুরু করেছে। তানিয়াকে অন্তত টানা ১০দিন হেফাজতে চাওয়া হয়েছে, এনআইয়ের আইনজীবী শ্যামল ঘোষ জানান।





























































































































