আগামী ১৬ এবং ১৭ জুন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর দু’দিন ধরে এই ভিডিও বৈঠক হবে বিকেল তিনটে থেকে। মূলত প্রত্যেক মুখ্যমন্ত্রীর বক্তব্য পরিস্কার ভাবে জানার জন্যেই প্রধানমন্ত্রী সময় নিয়ে বৈঠক করতে চেয়েছেন। ইতিমধ্যে দেশে করোনা পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হতে শুরু করেছে। করোনা সংক্রমণে পৃথিবীতে দ্বাদশ স্থান থেকে ৪ নম্বরে উঠে এসেছে ভারত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী দিনে কী কী পদক্ষেপ করা যায়, সেই নিয়েই সিদ্ধান্ত নেওয়া হতে পারে ওই বৈঠক থেকে।






























































































































