হাত চুম্বন করলেই সারবে কোরোনা! কোভিডেই প্রাণ গেল ‘কিসিং বাবা’-র

0
2

করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ওষুধ বের করতে হিমশিম খাচ্ছেন গবেষকেরা। এই অবস্থায় এক বাবাজির দাবি করেন যে তিনি করোনার ওষুধ বের করে ফেলেছেন! তিনি হাত চুম্বন করলেই নাকি সারবে করোনা! তাঁর দাবিতে বিশ্বাস করেছিলেন অনেকে । তবে এই দাবি বেশিদিন করতে হয়নি তাঁকে। কারণ শেষ পর্যন্ত করোনাতেই মৃত্যু হল মধ্যপ্রদেশের এই ‘বাবা’।

মধ্যপ্রদেশের রতলাম জেলার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ তিনি মারা যাওয়ার আগে অন্তত ২০ জনকে করোনায় আক্রান্ত করে গিয়েছেন আসলাম বাবা। মধ্যপ্রদেশের রতলাম জেলায় এখনও পর্যন্ত ৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্তত ২০ জন আসলাম বাবার সংস্পর্শে আসেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আসলাম বাবা দাবি করেছিলেন যে তিনি হাত চুম্বন করলেই করোনা-সহ সব অসুখ-বিসুখ সেরে যাবে। তাঁর কথায় অন্ধ বিশ্বাস করে তাঁর ভক্তেরা তাঁর কাছে আসতেন।

মধ্যপ্রদেশের রতলাম জেলার নয়াপুরা এলাকার আসলাম বাবার করোনা পরীক্ষার ফল গত ৩ জুন পজিটিভ আসে। সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা ৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০ জনের ফল পজিটিভ এসেছে। ৪ জুন মৃত্যু হয় আসলাম বাবার। আরও কয়েকজনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ফলে আসলাম বাবার কারণে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। অন্ধ বিশ্বাস করে এখন ফল ভোগ করতে হচ্ছে মধ্যপ্রদেশের নয়াপুরা এলাকার বাসিন্দাদের।