আগামী সপ্তাহে খুলছে কালীঘাট মন্দির

0
2

দক্ষিণেশ্বর, বেলুড়মঠের পর এবার কালীঘাট মন্দির। আগামী সপ্তাহে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির। দিন স্থির হয়নি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে খুলছে। কোভিড পরিস্থিতির কারণে আপাতত যে সিদ্ধান্ত বা শর্তগুলি নেওয়া হচ্ছে সেগুলি হল…

১. ৬ টি প্রবেশদ্বারের মধ্যে আপাতত ৩ টি প্রবেশদ্বার খোলা হবে। এগুলি হল, কালীঘাট টেম্পল রোড লাগোয়া দু’নম্বর গেট, থানা লাগোয়া ৩ নম্বর গেট আর পুণ্য পুকুর লাগোয়া ৪ নম্বর গেট

২. মন্দিরে একসঙ্গে ১০ জনের বেশি ভক্তকে প্রবেশাধিকার দেওয়া হবে না

৩. মন্দিরের মূল গেটের থার্মাল স্ক্রিনিংয়ের পর স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। এই স্যানিটাইজিং টানেল তৈরির কাজ চলছে। এই কাজ শেষ না হওয়ার জন্যেই মন্দির আগামী সপ্তাহে খোলা হবে

৪. মন্দির খোলা হবে সকাল ৬টায়। রাতে ৯টার আগেই বন্ধ হবে। মাঝে ঘণ্টা দুয়েকের জন্য মন্দির বন্ধ হবে