চিন সীমান্তে তৎপর ভারতীয় সেনা, অপেক্ষা শুধু নির্দেশের

0
1

চিন কি ভারতের ভূখণ্ড দখল করে আছে? থাকলে সেটা কতটা? এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও, তলায় তলায় প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। যেকোনো রকম পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেলেই জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা, অন্তত এমনটাই খবর সেনাবাহিনী সূত্র। যদিও ভারত-চিন দু দফা মেজর পর্যায়ের আলোচনা হয়েছে। কিন্তু তারপরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা বাড়িয়েছে চিন। ৪ হাজার কিলোমিটারের চিন সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে ভারতও। হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ডে বাড়ানো হয়েছে সেনা টহল।

ভারতীয় সেনার সূত্রে খবর, যেহেতু আলোচনার পরেও চিন কথার খেলাপ করছে, তাই ভরসা রাখা যাচ্ছে না। সেই কারণে চিন সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।

সীমান্ত অনেকটাই রয়েছে উত্তরাখণ্ডে। সেই কারণে উত্তরাখণ্ডের বায়ুসেনা ঘাঁটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পিথোরাগড়ের কাছে গারোয়াল ও কুমায়ুন সেক্টরে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। চলছে লাগাতার নজরদারি। অন্যদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশেও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।