পাক সরকারকে ধুয়ে দিল! ভারতের করোনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান বলল বিদেশমন্ত্রক

0
1

করোনার জেরে পাকিস্তানের অর্থনীতি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবুও ভারতের বিরুদ্ধে তোপ দাগতে ব্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কোভিড মোকাবিলায় ‘নগদ হস্তান্তর’ করে ভারতকে সাহায্য করার প্রস্তাবের নামে খোঁচা দেন তিনি। এর পাল্টা জবাবে ভারত বলেছে, শুধু করোনা মোকাবিলায় কেন্দ্র যে প্যাকেজ ঘোষণা করেছে সেটাই পাকিস্তানের জিডিপি’র সমান।

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী। এরপর মোদি সরকারের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতায় প্রশ্ন তুলে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন তিনি। পালটা ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ” বিদেশের ব্যাংক অ্যাকউন্টে টাকা জমা করার জন্য পাকিস্তান বিশেষভাবে পরিচিত। তারা নিজেদের মানুষকে কখনও টাকা দেয় না। এটা স্পষ্ট যে ইমরানের খানের উচিত উপদেষ্টাদের পালটে আরও তথ্য সংগ্রহ করা।”

প্রসঙ্গত, মে মাসে পাকিস্তানের অর্থনীতির দুরবস্থা দেখিয়ে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি জানিয়েছিলেন, আইএমএফ-এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হবে। নাহলে আর কোনও আন্তর্জাতিক সংস্থা ঋণ দেবে না। এরপর তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং তাতে দেশবাসীকে অনুরোধ করেন টাকা জমা দেওয়ার জন্য। যদিও ইমরান খানের সরকার আইএমএফ-এর থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের লোন নিয়েছে।
যাদের দেশের এমন করুণ অবস্থা তাদের অন্য দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলা মানায় না।