মাত্র ২৪ ঘণ্টাতেই ভারতে করোনায় আক্রান্ত ৯৮৪৬, যা বিশ্বে সর্বোচ্চ। আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে ভারতের নতুন অ্যাকটিভ কেসের সংখ্যা। অন্যদিকে মোট আক্রান্তের নিরিখেও খোদ ব্রিটেনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। ব্রিটেনের মোট কোভিড আক্রান্তের সংখ্যা যেখানে ২ লক্ষ ৯১ হাজার ৪০৯, সেখানে ভারতে আক্রান্ত ২ লক্ষ ৯৭ হাজার ০০১। ভারত আগেই ইতালি ও স্পেনকে ছাপিয়ে গিয়েছে। সর্বশেষ ব্রিটেনকে পিছনে ফেলে দেওয়ার পর ভারতের মত বিরাট জনঘনত্বের দেশে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের আগে আছে শুধু আমেরিকা, ব্রাজিল আর রাশিয়া। একমাত্র করোনায় মৃত্যুর সংখ্যা কম হওয়াটাই কিছুটা ভারতের মুখরক্ষা করছে। কিন্তু বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের পরেও আইসিএমআর বলছে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এই দাবি নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন বহু বিশেষজ্ঞ। তাঁদের মতে, এদেশে সংক্রমণ তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে, যা অস্বীকার করে আর লাভ নেই।