গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পজিটিভ ১০,৯৫৬, এখনও পর্যন্ত সর্বাধিক

0
1

বিশেষজ্ঞদের আশঙ্কা সত‍্যি প্রমাণ করে ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা দশ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে,

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। ফলে ১২ জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৯৭,৫৩৫। কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৮৪৯৮ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৭,১৯৫ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪১,৮৪২। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। সুস্থ হয়েছেন ৬১৬৬ জন। ভারতে এখন সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ।

বিশ্বের কোভিড পরিসংখ্যানেও ইতিমধ্যেই ব্রিটেনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। অন্যান্য দেশে তুলনায় মৃতের সংখ্যা অবশ্য ভারতে অনেকটাই কম। দেশের মৃত্যুহারও অন্যান্য দেশের তুলনায় কম। তবে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই রয়েছে ভারত।