শহরের সব বাজারে নজরদারিতে কমিটি গঠন: জেলাশাসক

0
1

শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারকেই এবার কড়া নজরদারিতে রাখছে প্রশাসন। ইতিমধ্যেই শহরের রেগুলেটেড মার্কেটের মাছ বাজার বন্ধ করা হয়েছে। এবার বাকি বাজারের হালহকিকৎ দেখার জন্য গঠিত হল কমিটি। শুক্রবার, শিলিগুড়ির গেস্ট হাউজে টাস্ক ফোর্সের বৈঠক করে একথা জানিয়ে দেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম। বৈঠকের পর তিনি জানান, রেগুলেটেড মার্কেটে বাইরে থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। তাই এই মার্কেটের দিকে সবথেকে বেশি নজর রাখা হয়েছে। ইতিমধ্যেই এই বাজারের দুইজন ব্যাবসায়ী আক্রান্ত হয়েছেন। সেই কারণে মাছ বাজার বন্ধ করে আপাতত তা স্যানিটাইজ করা হবে।পাশাপাশি শহরের যে বাকি বাজারও রয়েছে তার দিকেও নজর রাখা হবে। তার জন্য মহকুমাশাসক সুমন্ত সহায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। থাকবেন শিলিগুড়ি পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। তারাই সব বাজার কমিটিকে নির্দেশ দেবেন কীভাবে বাজার চলবে, কী কী নিয়ম মানতে হবে।

এছাড়া টাস্ক ফোর্সের অধীনে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ব্লকে একটি কমিটি গঠন করা হবে। তারাই ওই এলাকায় নজরদারি চালাবে।