“দিলীপদার মেন্টাল করোনা হয়েছে”! কটাক্ষ ফিরহাদের

0
1

ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। আজ, শুক্রবার দিলীপ ঘোষকে উপহাস করে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক বলেন, “দিলীপদার মেন্টাল করোনা হয়েছে। তাঁর এই মেন্টাল করোনার চিকিৎসা করা খুব প্রয়োজন। কিন্তু কোথায় এই চিকিৎসা হয় সেটা আমার জানা নেই।”

এখানেই শেষ নয়। বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “দিলীপ ঘোষষ বাড়ির উপর থেকে নিচে এসে প্রেস কনফারেন্স করেন। ব্যাস, সারাদিনে এটাই তাঁর কাজ। কোথাও যান না তিনি। আর দিলীপদা সবসময় বলতে থাকেন, এখানে করোনা হয়েছে, ওখানে করোনা হয়েছে। আসলে ওনার মেন্টাল করোনা হয়েছে। তাই সব জায়গায় করোনা দেখছেন।”

দিলীপ ঘোষকে উপহাস করার পাশাপাশি এদিন ফিরহাদ হাকিম শহরের কেবল অপারেটরদের সঙ্গে একটি বৈঠক করেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শহরের কেবল অপারেটরদের বলা হয়েছে যে সমস্ত অপ্রয়োজনীয় কেবল তার ব্যবহৃত হচ্ছে এবং ল্যাম্পপোস্ট বরাবর যেগুলো আছে সেগুলো কেটে ফেলা হোক। তার আগে যে সমস্ত অপ্রয়োজনীয়তার তার রাস্তার মধ্যে পড়ে আছে সেগুলোও দ্রুত সরিয়ে ফেলা হোক। যদি তা না হয় তাহলে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অবিলম্বে তার কেটে ফেলা হবে।

ফিরহাদের দাবি, কলকাতা পুরসভা আমফানের পর কেবল তার কাটতেই পারতো। কিন্তু এখানে অনেক ইন্টারনেটের তার রয়েছে। সেই তার কোনওভাবে কেটে গেলে সেখান থেকে সাধারণ মানুষের ভোগান্তি অনেক বেশি হবে। তাই আগামীকাল থেকেই কেবল অপারেটরদের এই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।