উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছড়ালো ১০ হাজার!

0
1

মারণ ভাইরাস নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে । এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেলো। একইসঙ্গে ফের একবার রেকর্ড গড়ল একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যাতেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই মুহূর্তে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,২৪৪।

এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫১। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৫৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৪,২০৬।