উত্তরবঙ্গে করোনাআতঙ্কের মধ্যেই জ্বরে পড়েছেন পুরসভার বিদায়ী মেয়র ও বর্তমান প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। বাড়ি থেকে বেরোচ্ছেন না। ফোনে সব সামলাচ্ছেন। শনিবার সব পরীক্ষানিরীক্ষা হবে। অশোকবাবুর দ্রুত আরোগ্য কামনা করছে শিলিগুড়ি। করোনার অন্য কোনো উপসর্গ অশোকবাবুর নেই। এদিকে উত্তরবঙ্গে বাড়ছে উদ্বেগ। মেডিকেল কলেজেরই কাজকর্ম ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। শহরের মধ্যে এবং একাধিক জেলায় উদ্বেগের বাতাবরণ আছে। প্রশাসন সুচিকিৎসার আশ্বাস দিলেও কিছু ক্ষেত্রে সমস্যা আছে।





























































































































