বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ছেড়ে কেন পালাচ্ছেন প্রসূতিরা ?

0
1

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি বিভাগের পাশে মৃতদেহ রাখা ঘরে ফ্রিজার অচল ৪ দিন। দূর্গন্ধে পালাচ্ছেন প্রসূতিরা।চিকিৎসকরা বলছেন সর্বত্র বহুবার জানিয়ে ক্লান্ত তারা। সাড়া মেলে না ওপরতলার।
আপাতত ১৩ টি মৃতদেহ ফুলে ফেঁপে পচে গলে গোটা হাসপাতাল কে সুপার স্পেশাল বানিয়ে দিয়েছে, এই করোনা মহামারীর বাজারে।
তবু মাস্কের ওপর মাস্ক বেঁধে কাজ করছেন চিকিৎসক নার্স স্বাস্হ্যকর্মীরা।
#কৃতজ্ঞতা_তাদের_প্রতি