পরিযায়ীদের নিয়ে কণ্ঠ ছাড়লেন তাপসী পান্নু

0
1

মাথায় বোঝা, কোলে শিশু, আর পাশে সঙ্গীকে নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলা- পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার এই ছবি নাড়িয়ে দিয়েছে সারা ভারতকে। চোখের পাতা ভিজেছে সেলেব থেকে শুরু করে আমআদমির। এই পরিস্থিতিতে তাঁদের অবস্থা নিয়ে তৈরি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে ভাষ্যপাঠ করেছেন অভিনেত্রী তাপসী পান্নু।

 

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “এই ছবি কোনওদিন ভোলা যাবে না। এ কথাগুলি আজীবন স্মৃতিতে অনুরণন করবে। অতিমারির সংক্রমণের থেকেও ভয়ঙ্কর এই পরিস্থিতি”। ‘প্রবাসী’ নামে তাপসী পান্নুর এই ভিডিও ইতিমধ্যেই প্রশংসিত।