৩ বছর আগেই সেরে ফেলেছেন বিয়ে! নিজেই জানালেন মোনালি ঠাকুর

0
1

এতদিন বিয়ে নিয়ে কোনও কথা বলেন নি। এড়িয়ে গিয়েছেন ভক্তদের প্রশ্ন। এবার নিজের মুখেই জানিয়ে দিলেন সত্যিটা।
মোনালি ঠাকুর ও তাঁর জার্মান বয়ফ্রেন্ড মাইকের সম্পর্কের কথা তো কারুরই অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই রোম্যান্টিক ছবি শেয়ার করে থাকেন মোনালি ঠাকুর। তবে মাইক মোনালি বয়ফ্রেন্ড নন, স্বামী! তিন বছর আগেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তাঁরা। কিন্তু এতদিন সেই খবর চেপে রেখেছিলেন এই বাঙালি গায়িকা। অবশেষে ফাঁস করলেন সেই তথ্য। একটি সাক্ষাৎকারে চাঞ্চল্যকর সত্যিটা বলেই ফেললেন মোনালি।  তিনি বলেন,’হ্যাঁ, আমার বিয়ে হয়ে গিয়েছে মাইক রিচটেরের সঙ্গে,তাও তিন বছর আগে। আসলে আমরা কোনদিনও আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণাটা সারিনি,আসলে তেমন কোনও অনুষ্ঠান করে বিয়ে হয়নি। শুধু কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতেই আমরা বিয়েটা সেরেছি,জানালেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।