প্লাস্টিক ছেড়ে চটের ব্যবহার বাড়িয়ে বাংলার চটশিল্পকে ফিরিয়ে আনুন, আহ্বান মোদির

0
3

কখনও স্বামী বিবেকানন্দ তো কখনও রবীন্দ্রনাথ ঠাকুর। বললেন, তাঁদের এগিয়ে যাওয়ার স্বপ্নের কথা। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী ব্যবসা- বানিজ্যের জায়গাগুলো সামনে এনে বললেন, বাংলা আবার নেতৃত্ব দিক। আমিও বিশ্বাস করি, “হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো”।

প্রধানমন্ত্রী বলেন, তিনটি বিষয় রয়েছে যে বিষয়ে বাংলার নেতৃত্ব দিতে পারে, সারা পৃথিবীকে পথ দেখাতে পারে। কোন কোন ক্ষেত্র? নরেন্দ্র মোদি বলেন, হুগলি নদীর দু’ধার ধরে অসংখ্য চটকল। আর সেই চটকলগুলির একদিকে যেমন পুনরুজ্জীবন সম্ভব, তেমনি উত্তর-পূর্ব ভারতে চটের ব্যবহার ফিরিয়ে আনা সম্ভব। তাই এখনই বলছি প্লাস্টিক পরিহার করে চটের ব্যবহার বাড়ান। শিল্প বাঁচুক, একসঙ্গে শিল্প হোক পরিবেশ সহায়ক। পশ্চিমবঙ্গে জৈব চাষে বিরাট সম্ভাবনা রয়েছে, এখনই তা বাড়িয়ে তুলুন। এছাড়া সোলার বিদ্যুৎ কিন্তু আগামী দিনে পথ দেখাবে। ছোট-মাঝারি ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা এই বিদ্যুৎকে বিকল্প হিসেবে তৈরি করুন, বাজার তৈরি করুন, সরকার পাশে থাকবে। আর উৎপাদিত দ্রব্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের GNE পোর্টালটিকে ব্যবহার করার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এখান থেকে সরকার প্রয়োজনে ব্যবসায়ীদের দ্রব্য কিনে নেবে।

করোনার লড়াই থেকে কৃষকদের পাশে থাকা, আত্মনির্ভর ভারত থেকে দেশে উৎপাদিত দ্রব্য কেনার উপর জোর দেওয়ার উপর আলোকপাত করে করোনা জয়ের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবারের ভার্চুয়াল সভায়।