সন্তানসম্ভবা স্ত্রীর জন্য বাইকে কেরল টু কালনা

0
3

স্ত্রী সন্তানসম্ভবা। এই পরিস্থিতিতে তাঁর পাশে থাকতে হবে। তাই ভাঙাচোরা মোটরসাইকেল নিয়ে কেরল থেকে রওনা দিয়েছিলেন তিনি। টানা ৪ দিন প্রায় আড়াই হাজার কিমি পথ অতিক্রম করে কালনা পৌঁছলেন অর্ক।

কালনার কেশবপুর গ্রামের বাসিন্দা অর্ক মণ্ডল। এর আগে বড়জোর টানা দুই ঘণ্টা বাইক চালিয়েছেন। কালনায় ফিরে আপাতত রয়েছেন স্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে বসেই কেশব বলেন, ” ঠিক করে নিয়েছিলাম যেভাবেই হোক বাড়ি ফিরব। এই অবস্থায় স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ানো ভীষণ জরুরি।” কেশবের সঙ্গে টানা ৪ দিন মোটরবাইকে সওয়ার হয়েছিলেন তাঁর আত্মীয় বিকাশ ঘোষ।

কেরলের মালাপ্পুরমের একটি কারখানায় ওয়েল্ডিং মেকানিকের কাজ করেন অর্ক। গতবছর বিয়ে হয় তাঁদের।
বিয়ের কিছুদিন বাদেই স্ত্রী স্বাতীকে কেরলে নিয়ে যান। প্রথম লকডাউন ঘোষণার আগেই স্ত্রীকে বাড়িতে রেখে যান। এরপর চিকিৎসক জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে সন্তান প্রসব করতে পারেন তাঁর স্ত্রী। এই খবর পেয়ে শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার চেষ্টা করেন অর্ক। কিন্তু সেখানে জায়গা পাওয়া যায়নি। এমনকী মেলেনি বাস। শেষমেষ মোটরবাইক জোগাড় করে রওনা দেন তিনি। রাতে থাকতেন টোলপ্লাজায়। মাঝেমধ্যে রাস্তার ধারে জিরিয়ে নিতেন দুজনে। স্বামীর ফিরে আসার খবর শুনে খুশি স্ত্রী স্বাতী মণ্ডল। এই সময়টা স্বামীকে পাশে পেয়ে খুব ভালো লাগছে বলে জানান স্বাতী।