জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার গাধা, পাক- পুলিশের কীর্তি

0
1

এক গাধাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ সে জুয়া খেলেছে৷

হাসার কারন নেই, খবরটি একশো শতাংশ ঠিক৷
ঘটনাটি বাস্তবে ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকায়। সেখানে জুয়া খেলার অপরাধে ৭-৮ জন লোককে গ্রেফতার করা হয়৷ একইসঙ্গে গ্রেফতার করা হয় একটি গাধাকেও৷

এখানেই শেষ নয়৷ পাক- পুলিশ ওই গাধাটির নামও FIR-এ ঢুকিয়েছে৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লক্ষ ২০ হাজার টাকাও। স্যোশাল মিডিয়ায় ইতিমধ্যেই গাধার গ্রেপ্তার হওয়ার খবর ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, জুয়া খেলার বিষয় ছিল গাধার দৌড়। কোন গাধা জিতবে, তার উপর লাগানো হয়েছিল বাজি। খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিস।

এবং অন্যান্যদের সঙ্গে গ্রেফতার করে ‘জুয়াড়ি’ গাধাটিকে!