করোনা’য় রক্ষা নেই, দোসর হয়ে কলকাতায় এবার ডেঙ্গু আক্রান্ত ২

0
1

করোনা-ত্রাসেই বিপন্ন, বিধ্বস্ত, আতঙ্কিত মানুষ৷ সংক্রমণ বেড়েই চলছে৷ দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু- মিছিল৷রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার৷ মৃত্যু হয়েছে প্রায় চারশো’র বেশি মানুষের ৷

এতেও রেহাই মিলছে না৷
করোনার দাপটে মানুষ
ডেঙ্গুর কথা ভুলেই গিয়েছিলো৷ এবার স্বমহিমায় কলকাতায় ফিরে এসেছে ডেঙ্গু ৷ নিঃশব্দে হানা দিল গত কয়েক বছরের ঘাতক ডেঙ্গু। কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দু’জন।

মধ্য কলকাতার মিডলটন স্ট্রিটের এক ৭৮ বছরের বাসিন্দা সম্প্রতি জ্বরে আক্রান্ত হন। তার সঙ্গে সারা শরীরে যন্ত্রণা,বমি৷ মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে যথারীতি করোনা পরীক্ষা করা হয়৷ কিন্তু নেগেটিভ রিপোর্ট আসে। এরপরই সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই বৃদ্ধের ডেঙ্গু পরীক্ষার এলাইজা টেস্ট করে। আর সেখানেই ডেঙ্গুর অস্তিত্ব নিশ্চিত হয়। ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থার প্রথমে অবনতি হলে তাঁকে আই সি ইউ তে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷

পাশাপাশি বালিগঞ্জের বাসিন্দা ১৩ বছর বয়সের এক কিশোরের তীব্র মাথা যন্ত্রণা শরীরে ব্যথা, চোখের যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়। সেখানেও তাঁর করোনা পরীক্ষা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পর ডেঙ্গু পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত ওই কিশোর। ভর্তির পর থেকে কিশোরের প্লেটলেট দ্রুত কমতে শুরু করে। তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক৷
প্রতিদিনই বৃষ্টির ফলে জল জমছে সর্বত্র। আর তারই ফাঁক গলে এবার ডেঙ্গুও হানা দিল কলকাতায়।