শ্রমজীবী হাসপাতালের পরিষেবায় সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধিরা, দাবি কর্তৃপক্ষের

0
1

করোনার চিকিৎসা কেমন হচ্ছে? তা খতিয়ে দেখতে হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতাল পরিদর্শন করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন পীযূষ গোয়েল, ডঃ সত্যজিৎ সেন এবং জলি সিং। হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কত রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসার সরকারি নিয়ম বিধি ঠিকমতো পালন করা হচ্ছে কি না সে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
জেলা সদর এবং মহকুমা হাসপাতালগুলির পাশাপাশি এই হাসপাতাল করোনা চিকিৎসায় প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে আসছে। এখনও অবধি ১০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে আটত্রিশ জন করোনা পজিটিভ রোগী সেখানে ভর্তি রয়েছেন। ফলে এই লড়াই আরোও বেশ কয়েকদিন লড়াই চালিয়ে যেতে। হাসপাতাল কর্তৃপক্ষকে মনোবল বাড়ানোর জন্যও উৎসাহ দেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোভিড ১৯ চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো দেখে রীতিমতো সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি দল।