স্যানিটাইজেশনের কাজ শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে

0
3

করোনার প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে। ৩০ জুন পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রশাসনিক কাজকর্ম থেকে পঠনপাঠন সবই বন্ধ শিক্ষাঙ্গনে। এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসে করা হলো স্যানিটেশনের কাজ।

গত সপ্তাহ থেকে এই কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের লাইব্রেরি, ল্যাবরেটরি, ক্লাস রুম সহ বিভিন্ন জায়গা সানিটাইজ করা হচ্ছে। আনলক ওয়ান পর্বে কিছু নিয়ম শিথিল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গবেষক পড়ুয়ারা আসতে শুরু করেছেন। কয়েকটি বিভাগে গবেষণার কাজ শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনিক কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন ” বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। কাজের জন্য কর্মীরা আসছেন। স্যানিটাইজেশনের কাজ করা হচ্ছে।”