বারুইপুর থানায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে সৌমিত্র খাঁ’র পথ আটকালো পুলিশ, তারপর?

0
2

বিজেপির পথ আটকালো পুলিশ সুপারকে চড় মারার হুমকি দিয়ে ছিলেন বিজেপি যুব মোর্চার সদ্য মনোনীত সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বারাসত থানায় বিজেপি সাংসদের নামে FIR পর্যন্ত হয়েছিল।

এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। দলীয় কর্মসূচির চলাকালীন সৌমিত্র খাঁ-কে আটকাল পুলিশ। যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সৌমিত্র ও বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা বিক্ষোভ দেখিয়ে রাস্তায় বসে পড়েন।

সুপার সাইক্লোন আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বারুইপুরেও প্রচুর ক্ষতি হয়েছে। সেখানে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দলের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে বারুইপুর থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন সৌমিত্র। ঠিক সেই সময় বিজেপি সাংসদের পথ আটকায় পুলিশ।

প্রশাসনের যুক্তি, করোনা সতর্কতায় কোনওরকম জমায়েত বা মিছিল করা যাবে না। এরপর কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পরে পুলিশের শর্ত মেনে বিজেপি পক্ষ থেকে ১০ জন বারুইপুর থানায় গিয়ে ডেপুটেশন দেন।