ইডি-র সাফল্য: দেশে এল নীরব-মেহুলের 1350 কোটির হিরে-মুক্তো

0
1

2,300 কিলোগ্রাম পল কাটা হিরে, মুক্ত এবং গয়না দুবাইতে পাঠানোর ছক কষেছিলেন নীরব মোদি এবং তাঁর মামা মেহুল চোকসি। কিন্তু শেষ রক্ষা হল না। 1350 কোটির সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই পিএনবি ঋণ কেলেঙ্কারিতে জড়িত নীরব মোদি ও মেহুল চোকসির সেই সম্পত্তি এসে পৌঁছে গিয়েছে মুম্বইতে।

ইডি সূত্রে খবর, 108 টি প্যাকেটে ভরে পল কাটা হিরে, মুক্ত এবং রুপোর গয়না হংকং থেকে দুবাইতে পাঠানোর তাল করছিলেন এই দুজন। খবর যায় ইডির কাছে। হংকং থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় জিনিস। কিন্তু মাঝপথেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।