চলতি মাসের 30 তারিখের মধ্যে প্যান ও আধার সংযুক্ত করতে হবে। এটাই শেষ সুযোগ। জানিয়ে দিল আয়কর বিভাগ। যদি ওই তারিখের আগে প্যান-আধার লিঙ্ক না করা হয়, তবে প্যান বাতিল বলে বিবেচিত হবে।
যদি লিঙ্ক না করা হয়, তবে 139AA ধারায় বাতিল হয়ে যাবে প্যান কার্ড। বিশেষজ্ঞদের মতে, প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে আইটিআর ফাইল করা কঠিন হবে। আইটি রিটার্ন আটকে যেতে পারে। যদি প্যান বাতিল হয়ে যায়, তাহলে আর্থিক লেনদেন করার সময়েও প্যান ব্যবহার করতে পারবেন না।
এই বিষয়ে আয়কর বিভাগ করদাতাদের জন্য দারুণ সুবিধা এনেছে। এখন এসএমএসের মাধ্যমে আধার-প্যানকেও সংযুক্ত করা যেতে পারে।
কীভাবে বাড়িতে বসে আধার-প্যান লিঙ্ক করবেন দেখে নিন…
১)ফোনে ইউআইডিপিএন টাইপ করতে হবে। এর পরে আপনার আধার নম্বর এবং তারপরে স্পেস দিয়ে প্যান নম্বর দিতে হবে।
২)সেটিকে 567678 বা 56161 নম্বরে পাঠাতে। এছাড়া অনলাইনেও আধার প্যান সংযুক্ত করতে পারেন।
৩)বাতিল প্যান কার্ড ব্যবহার করা হলে বিপদ।
৪)প্যান কার্ড বাতিল হওয়ার পরে এটি আবার চালু করা যায়। তবে যদি কেউ বাতিল বা নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে, তবে জরিমানা হতে প্রায় ১০হাজার টাকা।





























































































































