করোনা এক্সপ্রেস: বিতর্কে ঢাকা পড়ছে মমতার আসল উদ্বেগ

0
1

শ্রমিক স্পেশাল না করোনা এক্সপ্রেস!

এ নিয়ে রাজনৈতিক বিতর্কে ঢাকা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্বেগ।

তিনি মূলত বলতে চেয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য আগাম ব্যবস্থা না করে পরে ট্রেনে গাদাগাদি করে পাঠিয়ে করোনা সংক্রমণের বিপদ বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র।

কিন্তু আসল সমস্যা না বলে অমিত শাহ মঙ্গলবার যে ” টুইস্ট” দিয়েছেন, তাতে বিষয়টি রাজনৈতিক তর্কে এসে দাঁড়িয়েছে।

তৃণমূলের সাফ কথা, দায়িত্ব পালন করেনি কেন্দ্র। এখন একটা সংলাপের অপপ্রচার করে নিজেদের গাফিলতি ঢাকতে নেমেছে।