নিয়ন্ত্রণরেখা বরাবর করাচির আকাশসীমায় ভারতীয় বিমানের আনাগোনা। আর মঙ্গলবার রাতে এই দৃশ্য দেখে পাকিস্তানের স্মৃতি উসকে দিল এক
অভিশপ্ত রাতের । ফিরে এল বালাকোট হামলার স্মৃতি।
কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ভারতীয় সেনাদের প্রাণহানির বদলা নিয়েছিল ভারতীয় জওয়ানরা । পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের বালাকোটে ঢুকে বিমান হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ভোররাতের সেই অপারেশনে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি। সেদিন সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল আমাদের বায়ুসেনা । সেনাবাহিনীর এ
সেই সাফল্য দেশের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা আছে।
কোনও কোনও পাক সাংবাদিকের মতে, দু দেশের আকাশসীমায় নজর রাখছে বায়ুসেনা। দেশের মানুষকে আশ্বস্ত করে তাঁদের মত, ভারতীয় বায়ুসেনা এবার আর কোনওভাবেই আঘাত হানতে পারবে না। কারণ, সজাগ পাক সেনাবাহিনীও। তাই অযথা না ভেবে নিশ্চিন্তে থাকুন ।
যদিও সেই অভয়বাণীতে আশ্বস্ত হতে পারেনি পাক জনগণ। বরং এদৃশ্য তাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বারংবার উস্কানি দিচ্ছে বালাকোটের স্মৃতি । যার নিট ফল, সোশ্যাল মিডিয়া থেকে টুইটার সর্বত্র জায়গা করে নিয়েছে পাক জনগণের উদ্বেগ ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































