কমলনাথ হটাওয়ের অডিও ক্লিপ ফাঁস, সত্যতা নিয়ে প্রশ্ন

0
1

কেন্দ্রের অঙ্গুলি হেলনেই মধ্যপ্রদেশে পড়ে যায় কংগ্রেস সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে উঠছে প্রশ্ন। ওই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের রাজনৈতিক মহল। ওই অডিও ক্লিপে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বক্তব্য শোনা যাচ্ছে বলে দাবি কংগ্রেসের। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের অভিযোগ, বিজেপির কেন্দ্রীয় নেতাদের অঙ্গুলি হেলনেই মধ্যপ্রদেশের কমলনাথের সরকার ফেলে দেওয়া হয়েছে।

কংগ্রেসের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। পাশাপাশি অডিও ক্লিপের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। বিজেপির বক্তব্য অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা শিবরাজের নয়। কী আছে ওই অডিও ক্লিপে?

একজন বলছেন, “কেন্দ্রের বিজেপি নেতারা প্রথম সিদ্ধান্ত নেয়, সরকারকে গদিচ্যুত করা হবে। তারপর যা হওয়ার হয়।” ওই ব্যক্তি আরও বলেন, “জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াতকে না সরালে কি এটা সম্ভব হত কখনও?” এই কণ্ঠস্বর শিবরাজ সিং চৌহানের বলে দাবি কংগ্রেসের। সূত্রের খবর, মঙ্গলবার ইন্দোরের সানওয়ারে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথা বলেছেন শিবরাজ।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াত চলতি বছর গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের পথেই হাঁটেন কংগ্রেসের
২২ জন বিধায়ক। মাত্র ১৫ মাসের মধ্যে মধ্যপ্রদেশে ভেঙে যায় কংগ্রেস সরকার। অডিও ক্লিপ প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে নরেন্দ্র সালুজা সংবাদমাধ্যমকে বলেন, শিবরাজের বক্তব্যে স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতারা অগণতান্ত্রিক ভাবে সরকার ফেলতে চেয়েছিল।