আমেরিকার ইতিহাসে প্রথমবার, বায়ুসেনা প্রধান পদে কৃষ্ণাঙ্গ

0
1

আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন আমেরিকা বাসি। এই আবহেই মঙ্গলবার বায়ুসেনার প্রধান হিসেবে এক কৃষ্ণাঙ্গকে বেছে নেওয়া হলো। এদিন মার্কিন সেনেটে উপস্থিত সাংসদই জেনারেল চার্লস ব্রাউনকে বায়ুসেনা প্রধান হিসেবে বেছে নেন। কোনও কৃষ্ণাঙ্গের বায়ু সেনা প্রধান পদে নির্বাচিত হওয়া আমেরিকার ইতিহাসে প্রথমবার।

বিষয়টি সামনে এনেছেন জেনারেল ব্রাউন। টুইটারে তিনি লেখেন, “ভেবেছিলাম আমার ভাগ্যও জর্জ ফ্লয়েডের মতোই। কিন্তু এই সিদ্ধান্ত আমাকে আশার আলো দেখিয়েছে। এটা একটা গুরুদ্বায়িত্বও বটে। এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়়ে যাব।”