সোপিয়ানে ফের গুলির লড়াই, সেনার হাতে খতম ২ জঙ্গি

0
1

ফের ভারতীয় সেনার হাতে খতম পাক মদতপুষ্ট জঙ্গিরা।

বুধবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। জানা যাচ্ছে, ইতিমধ্যেই দু’জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। পাশাপাশি এও জানা যাচ্ছে, আরও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে এই সন্দেহে চলছে তল্লাশি অভিযান। সোপিয়ানের সুগু হেনধামা অঞ্চলের সেনা অপারেশনে সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চলছে গুলির লড়াই।